ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লিতে মোদি-মমতার রুদ্ধদ্বার বৈঠক

প্রকাশনার সময়: ০৫ আগস্ট ২০২২, ২৩:২৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দিল্লিতে শুরু হয় এ বৈঠক।

মোদি-মমতার এই একান্ত বৈঠক চলে প্রায় ৪০ মিনিট ধরে। বৈঠক শেষে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে মমতা বেরিয়ে চলে যান ১৮৩ সাউথ এভিনিউয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ বাংলোতে। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

মোদি-মমতার ৪৫ মিনিটের বৈঠকে কী আলোচনা হল, তা নিয়ে জল্পনা ছড়ায়। তবে, এই বৈঠক নিয়ে মমতা বা মোদি কোনো তরফেই কিছু জানানো না হলেও কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন খাতে বকেয়া পাওনা নিয়ে কথা হয় বলে আভাস মিলেছে। কেন্দ্রকে সেই বকেয়া দ্রুত মেটানোর দাবি জানান মমতা। এদিন প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিস্তারিত বকেয়ার হিসাব তুলে দেন মুখ্যমন্ত্রী।

চার দিনের সফরে গত বৃহস্পতিবার দিল্লি আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার সফরসঙ্গী হয়েছেন তার ভাতিজা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সফরে মোট তিনবার প্রধানমন্ত্রীর সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে মমতার। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মমতা। সবকিছু ঠিক থাকলে মমতা মোদির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও আগামী রোববার (৭ আগস্ট) দিল্লিতে বসবে ‘নীতি আয়োগ’র বৈঠক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ ছাড়াও শনিবার কয়েকজন অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করার কথা রয়েছে মমতার।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ