ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

প্রকাশনার সময়: ০৪ আগস্ট ২০২২, ০১:১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকরা ক্রমবর্ধমান সহিংসতার শিকার হতে পারেন বলে দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্কবার্তা জারি করেছে।

২ আগস্ট জারি করা ওই বার্তায় বলা হয়েছে, আফগানিস্তানে ড্রোন হামলায় আল-কায়দা নেতা আইমান আল জাওয়াহিরিকে হত্যার পর আমেরিকার নাগরিকদের বিদেশে সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা বেড়ে গেছে।

বিশ্বব্যাপী সম্প্রচার করা ওই সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার জন্য সন্ত্রাসী সংগঠনগুলো পরিকল্পনা করছে বলে বিভিন্ন তথ্য থেকে জানা গেছে। সন্ত্রাসীরা এমনকি আত্মঘাতী হামলাও করতে পারে।

এছাড়াও মার্কিন নাগরিকদেরকে গুপ্ত হত্যা, অপহরণ, ছিনতাই এবং বোমাবাজির শিকার করতে পারে।

বহির্বিশ্বে সফরের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সংবাদ এবং চলমান ঘটনাবলীর উপর নজর রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি মার্কিন কোনো নাগরিক কোনো দেশ সফর করতে চাইলে সেই দেশে আমেরিকার দূতাবাসের সাথে আগেই যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়টিতে আমেরিকা নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।-পার্সটুডে

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ