ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

তাইওয়ান ছাড়লেন ন্যান্সি পেলোসি

প্রকাশনার সময়: ০৩ আগস্ট ২০২২, ১৮:৫৪

তাইওয়ানের প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বুধবার (৩ আগস্ট) মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি দেশটি ত্যাগ করেছেন। পেলোসির এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

পেলোসি ও কংগ্রেসের অন্য পাঁচ সদস্য পরবর্তী যাত্রা বিরতি-স্থল দক্ষিণ কোরিয়ার দিকে রওনা হয়েছেন। তিনি এই এশিয়া সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও জাপানেও যাবেন।

তাইওয়ানে পেলোসি বলেন, স্ব-শাসিত দ্বীপ দেশটির প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করছে প্রতিনিধি দল। তবে চীনের দাবি- তাইওয়ানকে তাদের নিয়ন্ত্রণে আসতে হবে।

তাইওয়ানে পেলোসির আগমনের পর সামরিক মহড়া দিয়েছে চীন এবং তার এই সফর তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনে উসকানি বলে অভিহিত করেছে চীন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ