ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গোলাগুলির ঘটনায় পেন্টাগন লকডাউন

প্রকাশনার সময়: ০৪ আগস্ট ২০২১, ১১:১২

যুক্তরাষ্ট্রের পাতাল রেলওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছ। এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন লকডাউন করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, সামরিক বাহিনীর সদর দফতরের পাশেই মঙ্গলবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ দূরেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগণের প্রধান প্রবেশ পথ।

জানা যায়, পাতাল রেলওয়ে স্টেশনের বেশ কয়েকটি এলাকায় গোলাগুলি হয়। এসময় ওয়াশিংটনের আরলিংটনের কাছে পেন্টাগনের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

এক টুইট বার্তায় পেন্টাগনের নিরাপত্তা বহিনীর প্রধান বলেন,‘ট্রানজিট সেন্টারের একটি ঘটনায় পেন্টাগন লকডাউন করা হয়েছে এবং সাধারণ লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হচ্ছে।’

নয়া শতাব্দী/জেআই/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ