ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাপানে মাঙ্কিপক্স শনাক্ত

প্রকাশনার সময়: ২৫ জুলাই ২০২২, ২১:৫৯

জাপানে প্রথম মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সোমবার (২৫ জুলাই) এ তথ্য দেওয়া হয়।

রয়টার্স জানায়, দেশটির রাজধানী টোকিওর বাসিন্দা ওই যুবক গত মাসের শেষের দিকে ইউরোপ থেকে দেশে ফেরেন।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেন, ৩০ বছরের কম বয়সি এক যুবকের শরীরে দেশের প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। যুবকের শরীরে গোটা রয়েছে এবং তিনি জ্বর, মাথাব্যথা ও অবসাদে ভুগছেন। বর্তমানে ওই যুবক হাসপাতালে ভর্তি আছেন।

টোকিওর বাসিন্দা যুবক গত মাসের শেষ দিকে ইউরোপ সফর থেকে ফেরেন। জাপানে আসার পর চলতি মাসের মাঝামাঝি এসে তিনি জানতে পারেন যে, ইউরোপে মাঙ্কিপক্স পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে ছিলেন।

তবে আক্রান্ত যুবকের নামপরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানায়নি জাপানি কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু জানিয়েছে, এক যুবক মাঙ্কিপক্স আক্রান্ত হয়ে টোকিওর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্রুত মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ