ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ব্রিনের স্ত্রীর সাথে বন্ধু এলন মাস্কের সম্পর্কের অভিযোগ!

প্রকাশনার সময়: ২৫ জুলাই ২০২২, ০৫:১৮ | আপডেট: ২৫ জুলাই ২০২২, ০৫:২৪
এলন মাস্ক (বায়ে) ও সের্গে ব্রিন (ডানে)। ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গে ব্রিন অভিযোগ করেছেন, তার স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন বন্ধু ধনকুবের এলন মাস্ক। এই জেরেই ওই যুগলের দাম্পত্য জীবন ও দীর্ঘদিনের বন্ধুত্বের অবসান ঘটেছে। রোববার (২৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ডিসেম্বরে ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহান ও এলন মাস্ক মিয়ামির আর্ট বেসিল ফেস্টিভ্যালে সম্পর্কে জড়ান। ওই সময়ে শ্যানাহান ও সের্গে ব্রিন আলাদা হলেও একই বাড়িতে থাকছিলেন। একই সময়ে এলন মাস্ক সঙ্গীতশিল্পী গ্রিমসের সঙ্গে কেবলই সম্পর্ক ভেঙেছিলেন। এলন মাস্ক ও নিকোল শ্যানাহানের সম্পর্ক ছিল সংক্ষিপ্ত সময়ের। কয়েক সপ্তাহ এই সম্পর্কের পর সের্গে ব্রিনের সঙ্গে অসংলগ্ন মতপার্থক্যের কথা উল্লেখ করে দাম্পত্যের অবসান ঘটাতে বিচ্ছেদের আবেদন করেন শ্যানাহান।

কয়েকটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, এই বছর এক অনুষ্ঠানে ব্রিনের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা প্রার্থনা করেন এলন মাস্ক। তবে দুই ধনকুবেরের মধ্যে এখনও উত্তেজনা চলছে। ব্রিন তার উপদেষ্টাদের মাস্কের প্রতিষ্ঠানে থাকা ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করে দিতে বলেছেন। বেশ কয়েক বছর ধরে এলন মাস্ক ও সের্গে ব্রিনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সিলিকন ভ্যালিতে পরিদর্শনের সময় প্রায়ই ব্রিনের বাড়িতে থাকতেন মাস্ক। এছাড়া ব্রিন একবার বলেছিলেন, মৃত্যুর পর নিজের সম্পদ দাতব্যে দানের বদলে তিনি বরং তা মাস্ককে দিয়ে যেতে চান।

মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালের এই খবরের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ফোর্বস ম্যাগাজিন যোগাযোগ করা হলেও তাতে সাড়া দেননি এলন মাস্ক, সের্গে ব্রিন ও নিকোল শ্যানাহানের প্রতিনিধিরা।

এলন মাস্কের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েক মাসে আরও অভিযোগ উঠেছে। গত মে মাসে ইনসাইডারের এক খবরে বলা হয়, ২০১৮ সালে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টের অভিযোগ মীমাংসা করতে মাস্কের কোম্পানি স্পেস এক্স আড়াই লাখ ডলার পরিশোধ করে। কোম্পানিটির একটি ব্যক্তিগত প্লেনে কাজ করতেন ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। তার অভিযোগ ছিল মাস্ক তাকে হয়রানি করেছেন। তবে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন ধনকুবের এলন মাস্ক।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ