ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলি, নিহত ৩

প্রকাশনার সময়: ২৪ জুলাই ২০২২, ১৯:৫১ | আপডেট: ২৪ জুলাই ২০২২, ১৯:৫৬
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দেশটির সাবেক এক মেয়রও রয়েছেন। খবর রয়টার্সের।

রোববার (২৪ মে) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আতেনেও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে

জানা গেছে, এ ঘটনায় সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় কুয়েজন সিটি পুলিশ প্রধান রেমুস মেডিনা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগাকে হত্যার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রোজ ফুরিগা। আতেনেও ডি ম্যানিলা ফিলিপাইনের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গুলির ঘটনার পরপরই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং গাড়িতে কিছুক্ষণ তাড়া করার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মেডিনা বলেন, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার ব্যক্তিকে একজন দৃঢ় প্রতিজ্ঞ আততায়ী মনে হয়েছে। তার সঙ্গে দুটি পিস্তল পাওয়া গেছে। এছাড়া সন্দেহভাজন হামলাকারীর কোনো আত্মীয় সমাবর্তনে ছিলেন না। সেও লামিটান শহরের বাসিন্দা।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ