ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

লিবিয়ার ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ১৩

প্রকাশনার সময়: ২৩ জুলাই ২০২২, ০৯:৪৩ | আপডেট: ২৩ জুলাই ২০২২, ০৯:৪৮

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ২৭ জন। ওই সব এলাকায় কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে বলে জানা যায়।

গতকাল শুক্রবার (২২ জুলাই) সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের জরুরি সার্ভিস বিভাগের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইন জারা ও আসবা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সম্প্রতি ত্রিপোলিতে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। দেশটিতে প্রায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধের এটি ছিল সর্বশেষ সংঘর্ষের ঘটনা।

ত্রিপোলি অ্যাম্বুলেন্স ও জরুরি সার্ভিসের মুখপাত্র ওসামা আলী জানান, সংঘর্ষের ১৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩ জন বেসামরিক নাগরিক।

ত্রিপোলির অন্যতম শক্তিশালী বাহিনী, আরএডিএ'র সদস্যদের গতকাল শুক্রবার সকালে বেশিরভাগ কেন্দ্রীয় এলাকার দেখা গেছে।

সূত্র: আল-জাজিরা

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ