ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

করোনা আক্রান্ত বাইডেনকে বার্তা পাঠালেন জিনপিং

প্রকাশনার সময়: ২৩ জুলাই ২০২২, ০১:৩৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাক্রান্ত হওয়ার খবরে চারমাস পর শুক্রবার (২২ জুলাই) তাকে সরাসরি বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মার্কিন প্রেসিডেন্ট করোনাক্রান্ত হওয়ায় একদিন পর জিনপিং তাকে সমবেদনা জানান বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

বার্তায় জিনপিং লিখেছেন, আমি আপনার প্রতি আমার গভীর সহানুভূতি প্রকাশ করছি এবং আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

এর আগে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মাত্র একবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি যোগাযোগ হয়। চলতি বছরের ১৮ মার্চ এক ভিডিও কনফারেন্সে কথা বলেন দুই দেশের প্রেসিডেন্ট। সে সময় বাইডেন ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে জিনপিংকে সতর্ক করেন।

এই দুই নেতা এক দশকেরও বেশি সময় ধরে একে অপরকে চেনেন। দুজনেই যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন একসঙ্গে অনেক ভ্রমণও করেছেন। ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়ার মিত্র চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাইওয়ান ইস্যুতেও দুই দেশের মধ্যে তিক্ততা বেড়েছে। এছাড়া প্রযুক্তি খাতের প্রতিযোগিতার ইস্যুতে দুটি বৈশ্বিক পরাশক্তির মধ্যে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ