ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২২, ০১:৪৫ | আপডেট: ১৫ জুলাই ২০২২, ০৯:৫৩

ভারতের কেরালায় এক ব্যক্তির শরীরে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি চার দিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছিলেন।

বৃহস্পতিবার ভারতীয় একাধিক গণমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, রিপোর্ট পজিটিভ আসার পর কেন্দ্র একটি বিশেষ দল তৈরি করে কেরেলায় পাঠাবে বলে জানিয়েছে। সেই দলটি রাজ্য সরকারকে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সহায়তা করবে।

বিদেশে মাঙ্কিপক্সের কয়েকটি ঘটনা ধরা পড়ার পর ভারতেও তৈরি হয় আতঙ্ক। ওই ব্যক্তির মাঙ্কিপক্সের উপসর্গ দেখার পর তার নমুনা পাঠানো হয় পুনে র ন্যাশনাল ইন্সস্টিটিউট অব ভাইরোলজিতে। কেরেলার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। তাই দ্রুত তার পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।

মাঙ্কিপক্স সংক্রামক রোগ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-এর দেয়া সংজ্ঞা অনুযায়ী মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদদের থেকে। এর উপসর্গ স্মলপক্সের সাথে মেলে। তবে মাঙ্কিপক্সের প্রভাব স্মলপক্সের মতো ততটা মারাত্মক নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ঘটনাচক্রে ভারতের প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগীও কেরেলার। তিনিও বিদেশ থেকে সংক্রমণ নিয়ে ফিরেছিলেন।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ