ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১১

প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২২, ১০:৩৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসক জানিয়েছ, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় গাবিন জব্বার কাছে অবস্থিত লালকো উপত্যকায় একটি বাস গভীর খাদে পড়ে গেলে ১১ পর্যটকের প্রাণহানি হয়।

পাকিস্তান সংবাদমাধ্যম জানিয়েছে, মারা যাওয়া ১১ জনই সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন তারা।

ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান।

ট্রাফিক আইন ভঙ্গ করা এবং অপরিকল্পিত সড়ক অবকাঠামোর কারণে পাকিস্তানে মাঝেমধ্যেই বড় রকমের দুর্ঘটনা ঘটে। কদিন আগেও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস খাদে পড়ে ১৯ জনের প্রাণহানি হয়েছিল।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ