ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় ৩ জন নিহত

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২২, ২৩:২১

স্পেনের পামপ্লোনার সান ফার্মিন ফেস্টিভ্যালে সোমবার এক ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নাভারার আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক সরকার জানিয়েছে, আমেরিকা ফ্লোরিডার সানরাইজের ২৫ বছর বয়সী একজন রানার ষাঁড়ের গুঁতা খেয়ে মারা গেছেন। নিহত অন্য দু'জন স্পেনের নাগরিক।

এছাড়া অন্য তিন স্প্যানিশ দৌড়বিদ দৌড়ের সময় পড়ে গিয়ে আহত হওয়ায় তাদের চিকিত্সা করা হয়েছে।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে একটি ষাঁড় বারবার একজন রানারকে মাঠের রিংয়ের কিনারার কাঠের হাতলের দিকে ছুঁড়ে মারছে।

২০১৯ সালে ষাঁড়ের দৌড় খেলায় আটজন মারা গিয়েছিলেন। কোভিড-১৯ মহামারির কারণে দুই বছরের বিরতির আগে এটি ছিল শেষ আয়োজন। ১৯১০ সাল থেকে প্যামপ্লোনার ষাঁড়ের দৌড় প্রতিযোগিতায় মোট ১৬ জন মারা গেছেন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ