ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

মারা গেছেন শিনজো আবে

প্রকাশনার সময়: ০৮ জুলাই ২০২২, ১৫:১৩ | আপডেট: ০৮ জুলাই ২০২২, ১৫:১৮

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজে আবে মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) নিজের দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে শিনজো আবের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শিনজো আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। সেসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে ৬৭ বছর বয়সি শিনজো আবের ঘাড়ের ডান পাশে এবং বাম কলারবোনে আঘাত লাগে।ঘটনার মূল অভিযুক্তকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ