ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

হিন্দু কর্মচারীর শেষকৃত্য করলো মুসলিম পরিবার

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২২, ১৮:৫৬

হিন্দু কর্মচারীর শেষকৃত্য করেছে মুসলিম পরিবার। এ ঘটনার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আবারও উঠে এসেছে। ঘটনাটি ভারতের বিহার রাজ্যের।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একজন হিন্দু ধর্মাবলম্বীর মরদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছেন মুসলিম মুহাম্মদ রিজওয়ান। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত রামদেব শাহ ২৫ বছর ধরে রিজওয়ানের দোকানে কাজ করেছেন। গত ২৫ বছরে রামদেবকে নিজের পরিবারের সদস্য হিসেবেই মনে করেছেন রিজওয়ান।

রামদেব ৭৫ বছর বয়সে গত সপ্তাহে মারা গেছেন। তার শেষকৃত্যে রিজওয়ান ছাড়াও পুরো পরিবারের সদস্যরা উপস্থিত থেকেছে।

রামদেবের এই শেষকৃত্যে প্রতিবেশী অনেক মুসলমানও উপস্থিত ছিল। স্থানীয়রা বলছেন, রিজওয়ানের দোকানে দুই যুগের বেশি সময় কাজ করেছেন রামদেব। এই সময়ে সবার মনে জায়গা করে নিয়েছেন রামদেব। তিনি অমায়িক মানুষ ছিলেন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ