চাপের মুখে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্রাডির সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ জুলাই) তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে।
তার কার্যালয়ের এক সূত্রের বরাত দিয়ে বৃটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্রাডির সঙ্গে বৈঠকে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। আগামি অক্টোবর মাসের পার্টি কনফারেন্সে নতুন টরি নেতাকে তার পদে নিয়োগ দেয়া হবে।
এদিকে, আরেকটি সূত্র জানিয়েছে, আজ এ নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন জনসন।
এদিকে বিবিসি জানিয়েছে, কনজারভেটিভ দলের প্রধান হিসেবে পদত্যাগ করবেন জনসন। তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।
আগামি অক্টোবর মাসে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে।
নয়া শতাব্দী/ এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ