ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

নকভির পদত্যাগ, মুসলিম শূন্য মোদীর মন্ত্রিসভা

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২২, ০৩:৫৭
ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। এছাড়াও ইস্পাতমন্ত্রী আরপি সিংও পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার (৬ জুলাই) তারা পদত্যাগপত্র জমা ‍দিয়েছেন।

আব্বাস নাকভির পদত্যাগের মাধ্যমে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আর কোনো মুসলিম মুখ থাকল না।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

তাদের মধ্যে আব্বাস নাকভি বিজেপি নেতা হলেও আরসিপি সিং এনডিএ শরিক সংযুক্ত জনতা দলের (জেডিইউ) সদস্য। বৃহস্পতিবার (৭ জুলাই) রাজ্যসভায় উভয়ের মেয়াদ শেষ হচ্ছে।

এর আগে বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন এই দুই মন্ত্রী। এ সময় তাদের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্যকালে তারা দেশের সেবায় যে অবদান রেখেছেন, সেই কথা স্মরণ করেন। তবে, মোদী প্রশংসা করলেও নাকভিকে এবার আর রাজ্যসভার টিকিট দেয়নি বিজেপি। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় এ নিয়ে তিনি দু’বার মন্ত্রির দায়িত্ব পালন করেছেন। আর আরসিপি সিং অবশ্য এই প্রথম হয়েছিলেন।

পদত্যাগের পর বুধবার নাকভি বলেন, ‘আমাকে তো সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। ’

জানা গেছে, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করেন আব্বাস নাকভি। কিন্তু, সে বৈঠকেও নতুন করে মনোনয়ন পাওয়ার ব্যাপারে কোনো আশ্বাস পাননি। ফলে বাধ্য হয়েই তাকে পদত্যাগ করতে হয়েছে।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ