ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাস খাদে, নিহত ১৯

প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২২, ১৭:০০
ফাইল ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী বাস পাহাড়ী রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৩ জুলাই) বেলুচিস্তান প্রদেশের শিরানি জেলার সহকারী প্রশাসক মাহতাব শাহ জানিয়েছেন, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। বলেন, উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসাবশেষ ও আশপাশে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছেন।

শাহ বলেন, মূলত ভারী বৃষ্টির কারণে বাসটি ভেজা রাস্তা থেকে পিছলে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে বাসটি প্রায় ২০০ ফুট (৬১ মিটার) গভীর খাদে পড়ে যায়।

পাকিস্তানে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইনের প্রতি উদাসীনতা ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসে দেশটির কিলা সাইফুল্লাহ জেলায় একটি বাস খাদে পড়ে ২২ জন নিহত হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ