ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তুরস্কের দাবানলে পুড়ছে মানুষ-পশুপাখি

প্রকাশনার সময়: ০২ আগস্ট ২০২১, ০৪:৩৪

তুরস্কের দক্ষিণাঞ্চলে দাবানলে বুধবার থেকে ছয়জন মানুষের প্রাণহানি ঘটেছে, কিন্তু পাঁচ দিনের দাবানলে মারা যাওয়া প্রাণীর সংখ্যা অনেক বেশি।

ভয়াবহ দাবানলে বহু গ্রামের ঘরবাড়ি, গাছপালা পুড়ে গেছে। কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে।

এদিকে বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনে বন্য প্রাণীর পাশাপাশি গৃহপালিত পশু-পাখিও মৃত্যুর হাত থেকে রেহাই পাচ্ছে না। হাজার হাজার দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছেন। বেশিরভাগ এলাকার আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শত শত পশু মারা গেছে বলে অনুমান করা হচ্ছে। বেশিরভাগ হতাহতের মধ্যেই ভেড়া এবং গরু বিশেষত গ্রামে আগুনের কারণে বিধ্বস্ত হয়ে মারা পড়েছে এসব প্রাণী। যদিও "অলৌকিক" ভাবে বেঁচে গেছে একটি বাচ্চা ছাগল।

একরেম টেকিন নামে একজন স্বেচ্ছাসেবী বলেছেন, গেবেসি পাড়ায় একজন বয়স্ক মহিলাকে বাঁচানোর চেষ্টা করার সময় তারা কুকুরটিকে খুঁজে পেয়েছিল। “আমরা তাকে ধরে আমাদের এখানে আমাদের কেন্দ্রে নিয়ে যাই। সে খুব ক্লান্ত ছিল। আমরা তাকে খাওয়ালাম এবং তাকে পানি দিলাম। সে এখন সুস্থ।

এদিকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান মানাভগাত পরিদর্শনে যান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনরায় নির্মাণসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ