ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০

প্রকাশনার সময়: ২৮ জুন ২০২২, ০৬:৩৯ | আপডেট: ২৮ জুন ২০২২, ০৬:৫০
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। গতকাল সোমবার এই হামলায় অন্তত ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। এএফপি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, দখলকারীরা একটি শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক ছিল।

শপিং মলে আগুন লেগেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ভুক্তভোগীর সংখ্যা কল্পনা করা অসম্ভব।

এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন জেলেনস্কি। এতে দেখা যায়, শপিং মলটি আগুনের শিখায় আচ্ছন্ন। বেশ কয়েকজন উদ্ধারকর্মী ও অগ্নিনির্বাপক গাড়ি বাইরে দাঁড়ানো।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো টেলিগ্রামে বলেন, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। উদ্ধারকাজ চলমান।

পোলতাভা অঞ্চলের গভর্নর দিমিত্রো লুনিন এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। গভর্নর বলেন, এটা বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর সন্ত্রাসী হামলা।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ