ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনের প্রতিশ্রুতি মিয়ানমারের জান্তা প্রধানের

প্রকাশনার সময়: ০২ আগস্ট ২০২১, ০০:০০ | আপডেট: ০২ আগস্ট ২০২১, ০৪:০৯

রাজনৈতিক উত্তেজনা ও চলমান বিক্ষোভের মধ্যেই আবারো বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং। পাশাপাশি আসিয়ান মনোনীত যে কোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে আলোচনা করতেও তার সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

এ খবর জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ নির্বাচনে জয়ী অং সান সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) উৎখাত করে ক্ষমতা দখলের ছয় মাস পর গতকাল রোববার এক টেলিভিশনে ভাষণে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় মিন অং হ্লাইং বলেন, ‘মিয়ানমার আসিয়ানের বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপসহ আসিয়ান কাঠামোর মধ্যে থেকে জোটের সহযোগিতার বিষয়ে কাজ করতে প্রস্তুত।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ