ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতের বিভিন্নস্থানে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

প্রকাশনার সময়: ২৫ জুন ২০২২, ১১:০৯

শুধুমাত্র দেশে নয়, ভারতের কলকাতার গুরুত্বপূর্ণ আটটি পয়েন্ট থেকে দেখানো হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের বিশেষ অনুরোধে এই বিশেষ উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কলকাতা পৌরসভা।

এক বিবৃতিতে কলকাতার বাংলাদেশের উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন এই তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি কলকাতার মানুষকেও এই ঐতিহাসিক মূহৃর্তের সাক্ষী করতে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব নিয়েছেন।

শুক্রবার থেকেই পার্ক, সার্কাস, ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ কয়েকটি বিলবোর্ডসহ নানা মাধ্যমে দেখানো হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের নানা চিত্র।

এদিকে, শনিবার (২৫ জুন) সেতু উদ্বোধন করতে মাওয়া প্রান্তে এরই মধ্যে শুরু হয়েছে সুধী সমাবেশ। প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন ও মোনাজাতে অংশ নেবেন। পরে টোল দিয়ে সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে গমন, ফলক উন্মোচন ও মোনাজাত করবেন। পরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ