ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলে মিলল ১২০০ বছরের পুরনো মসজিদ

প্রকাশনার সময়: ২২ জুন ২০২২, ২৩:২৩ | আপডেট: ২২ জুন ২০২২, ২৩:২৯
ছবি: সংগৃহীত

১ হাজার ২০০ বছরের পুরনো একটি প্রাচীন মসজিদের খোঁজ পাওয়া গেছে ইসরাইলের প্রত্নতাত্ত্বিকরা দেশটির দক্ষিণ মরুভূমিতে।

ইসরাইলের পুরাকীর্তি অথরিটি জানিয়েছে, বেদুঈন শহরের রাহাতে একটি নতুন আবাসিক অঞ্চল তৈরির কাজ করার সময় মসজিদটির খোঁজ মেলে। তারা জানিয়েছে, মসজিদটি প্রায় ১২০০ বছরের পুরনো।

মসজিদটি নেগেভ মরুভূমিতে অবস্থিত। এটিতে একটি রুম এবং মক্কার দিকে মুখ করা একটি মিনার পাওয়া গেছে।মিনারটি দেখেই বোঝা গেছে এটি একটি মসজিদ। আর এ মসজিদটিতে একসঙ্গে কয়েক ডজন মানুষ আদায় করতে পারতেন।

ইসরাইলের পুরাকীর্তি অথরিটি জানিয়েছে, মসজিদটির কাছেই একটি বিলাসবহুল বাড়ি পাওয়া গেছে। সেখানে পাওয়া পুরনো জিনিসপত্র থেকে বোঝা গেছে পরিবারটি ধনী ছিল।

এদিকে তিন বছর আগে এই একই এলাকায় আরেকটি মসজিদের খোঁজ পেয়েছিলেন ইসরাইলের পুরাতত্ত্ববীদরা।

তারা জানিয়েছেন, এখানে যে দুটি মসজিদ পাওয়া গেছে এগুলো ইসলাম ধর্ম প্রবর্তনের প্রথমদিকের নিদর্শন।

তারা আরও জানিয়েছে, মসজিদটি এ অঞ্চলে নতুন একটি ধর্ম-ইসলাম, নতুন শাসক এবং সংস্কৃতির বর্ণনা দেয়।

এ অঞ্চলে ধীরে ধীরে ইসলাম প্রসার লাভ করেছে বলেও জানিয়েছে ইসরাইলি অথরিটি। বলা হয় ৭০০ শতকে প্রথম ইসলাম ধর্মগ্রহণ করে এখানকার মানুষ। সূত্র: দ্য গার্ডিয়ান

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ