ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

এবার ওয়াশিংটনে বন্দুক হামলা, নিহত ১

প্রকাশনার সময়: ২০ জুন ২০২২, ১১:১২

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি মিউজিক্যাল কনসার্টে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৯ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। আহতদের নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এদিকে ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন বলেন, ‘ইউ স্ট্রিটে গুলি চালানোর সময় একজন পুলিশ অফিসারসহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এটি অনুমতিহীন কনসার্ট ছিল।

কনসার্টে অংশগ্রহণকারীদের মধ্যে হঠাৎ মারামারি শুরু হওয়ার পরপরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পরে সেখানে থাকা লোকজন এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। এতেই অনেকে আহত হয়। পরবর্তীতে কনাসার্টটি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ অংশগ্রহণকারী একজনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করে।

তার কিছুক্ষণের মধ্যেই কনসার্ট থেকে একটু পাশেই ১৪তম এবং ইউ স্ট্রিট এনডব্লিউ-এর সংযোগস্থলের কাছে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত এবং একজন মারা যান। যিনি মারা গেছেন তার কাছ থেকেও একটি বন্দুক পেয়েছে পুলিশ।

কর্মকর্তারা এলাকাটি পুনরুদ্ধারে কাজ করছেন এবং বন্দুকধারীর সন্ধান অব্যাহত রেখেছেন।

এদিকে মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান রবার্ট জে. কন্টি গণমাধ্যমে বলেন, ‘অবশ্যই যে লোকজন শহরে অননুমোদিত অনুষ্ঠান আয়োজন করে তাদের জবাবদিহি করতে হবে৷ তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এরপর আমরা বিস্তারিত জানাতে পারব।’

সূত্র : ফক্স নিউজ

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ