মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বৃহত্তম জনবহুল শহর শিকাগো সিটিতে প্রথমবারের মতো নির্মিত হলো কোরআন জাদুঘর। শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ইতোমধ্যেই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
নাগামিয়া ইনস্টিটিউট অব ইসলামিক মেডিসিন অ্যান্ড সাইন্স নামের একটি প্রতিষ্ঠান জাদুঘরটি উদ্বোধনের কথা নিশ্চিত করেছে। জাদুঘরটিতে পবিত্র কোরআনের হাতে লেখা বেশকিছু প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে। এছাড়া এই জাদুঘরে প্রদর্শিত কিছু বস্তু ছয় শতাব্দী আগের পুরাকীর্তিকে স্মরণ করিয়ে দেবে। ১০০ পাণ্ডুলিপির মধ্যে হাতে লেখার পাশাপাশি কিছু আছে, যেগুলো বাঁশের ওপর লেখা।
সূত্র: আলবাশির
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ