ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ

প্রকাশনার সময়: ০১ আগস্ট ২০২১, ০৪:০৪

করোনা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে সরকার বিরোধী বিক্ষোভ চলছে মালয়েশিয়ায়। ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরের মসজিদ জামেক থেকে দাতারান মারদেকা অভিমুখে শুরু হয় মিছিল। দেশটির জনপ্রিয় দৈনিক দ্যা স্টার এ খবর প্রকাশ করেছে।

বিক্ষোভকারীদের অনেকেই কালো পতাকা ও কালো মাস্ক পরিহিত। তাদেরকে ক্ষমতাসীন সরকার পতনের স্লোগান দিতেও দেখা যায়। হেলিকপ্টার দিয়েও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়ায় রাজনৈতিক অস্থিরতা চলছে। ১ আগস্ট জরুরী অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেয়ার পর দেশব্যাপী এ অস্থিরতা আরো ঘনীভূত হয়। মূলত মাহাথির মোহাম্মদ অবসর ভেঙ্গে রাজনীতিতে নেমে ক্ষমতায় আসীন হওয়ার দুই বছর পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই শুরু হয় অস্থিরতা। রাজার বিশেষ ক্ষমতাবলে সে সময় থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন মহিউদ্দিন ইয়াসিন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ