ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

তুরস্কে দাবানলে নিহত বেড়ে ৬

প্রকাশনার সময়: ০১ আগস্ট ২০২১, ০৩:৪৫

টানা তৃতীয় দিনেও ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে তুরস্কের জরুরী বাহিনী। এ নিয়ে দেশটিতে ছড়িয়ে পড়া দাবানলে মোট ৬ জনের মৃত্যু হলো বলে শনিবার জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।

তুরস্কের দক্ষিণ আনাতোলিয়া প্রদেশে অগ্নিনির্বাপণ অভিযানের সময় নিহত দুই জনের মৃতদেহ খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানিয়েছে, আনাতোলিয়ার মানভগাট জেলায় ভয়াবহ এই দাবানলে আহত আরও দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গণমাধ্যমের সাথে কথা বলার উপর নিষেধাজ্ঞার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি বলেই জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

তুর্কি সরকারি তথ্য অনুসারে, শুক্রবার বিকেলে মানভগাটে ছড়িয়ে পড়া ওই অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার থেকে দেশটির বিভিন্ন প্রদেশের ৯৮টি স্থানে আগুন লাগে। এরমধ্যে ৮৮টি স্থানের আগুন নিয়ন্ত্রণে আছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ