ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

সাড়ে চার দিনের অভিযান শেষে কুয়া থেকে উদ্ধার শিশু

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২২, ১১:৩০ | আপডেট: ১৫ জুন ২০২২, ১২:০৬

প্রায় সাড়ে চার দিন ধরে আটকে থাকার পর কুয়া থেকে উদ্ধার করা হল ১১ বছরের রাহুল সাহুকে।

টানা ১১০ ঘণ্টার অভিযান শেষে মঙ্গলবার (১৪ জুন) রাতে উদ্ধার করা হয় তাকে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার খেলতে খেলতে মালখারোদা ব্লকের পিহরিদ গ্রামে নিজের বাড়ির পিছনের ৮০ ফুট একটি কুয়োতে পড়ে যায় রাহুল। তাকে বাঁচিয়ে রাখার জন্য শীঘ্রই অক্সিজেন সরবরাহের জন্য একটি পাইপলাইন তৈরি করে কুয়ার গভীর অবধি পাঠানো হয়েছিল।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ-সহ প্রায় ৫০০ জন শুক্রবার সন্ধ্যা থেকে উদ্ধার কাজ শুরু করে।

মঙ্গলবার সকালে ওই নাবালকের কোনও সাড়া না পাওয়ায় ভয় পেয়েছিলেন উদ্ধারকর্মীরা। তবে বেলা বাড়তে খাবারের জন্য সঙ্কেত পাঠায় সে। এর পর সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে জানিয়েছেন, ‘সকলের প্রার্থনা এবং উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টায় রাহুলকে নিরাপদে কুয়ো থেকে বার করে আনা হয়েছে। সে যেন তাড়াতাড়ি সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে ওঠে সেই কামনাই করি।’

নয়া শতাব্দী/ এডি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ