ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

২০০ বছর পুরোনো জাহাজে ১৭ বিলিয়ন ডলার মূল্যের সোনা!

প্রকাশনার সময়: ১০ জুন ২০২২, ১৬:৩২ | আপডেট: ১০ জুন ২০২২, ১৬:৩৩

প্রায় ২০০ বছর আগে কলম্বিয়ার উপকূলে ডুবে যাওয়া দুটি জাহাজে ১৭ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। নিউজউইক সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭০৮ সালে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রীসহ বিখ্যাত স্প্যানিশ বিখ্যাত সান হোসকে ডুবিয়ে দেয় ব্রিটিশরা। ২০১৫ সালে ওই জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার হয়। সেটির কাছেই নতুন জাহাজ দুটির সন্ধান পাওয়া গেছে।

একটি দূর নিয়ন্ত্রিত যানের মাধ্যমে সমুদ্রের তলদেশের ভিডিও ধারণ করা হয়েছে। যানটিকে সমুদ্রের প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে পাঠানো হয়েছিল। সেটির মাধ্যমে ধারণকৃত ভিডিওতেই সান জোসের ধ্বংসাবশের কাছে দুটি জাহাজ দেখা যায়।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, নতুন সন্ধান পাওয়া দুটি জাহাজে নীল ও সবুজ রঙের ছবিতে সমুদ্রের তলদেশে সোনার মুদ্রা, মৃৎপাত্র ও অক্ষত চীনামাটির কাপ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। জাহাজ দুটি ২০০ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ