প্রায় সাড়ে সাত মাস ধরে সাইকেল চালিয়ে ইন্দোনেশিয়া থেকে মুসলিম হজ ও ওমরা পালনে সৌদি আরব পৌঁছেছেন এক তরুণ।
জানা যায়, ওই ইন্দোনেশীয় তরুণের নাম মোহাম্মদ ফাওজান। সৌদি আরব পৌঁছানোর পর তিনি তার দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা আল-সৌদিয়া টেলিভিশনের সঙ্গে শেয়ার করেন।
তিনি জানান, তার এই বিশাল যাত্রা আসলে অনেক কঠিন বিষয় ছিল। তাকে খারাপ আবহাওয়ার কবলে পড়তে হয়েছে বারবার। সাইকেলেও নানা রকম ত্রুটি দেখা দিয়েছে বিভিন্ন সময়ে। তবে শেষ পর্যন্ত তিনি সৌদি আরবের বন্দর শহর জেদ্দাহ পৌঁছাতে পেরেছেন।
ফাওজান বলেন, প্রতিটি দেশেরই তার আলাদা আলাদা আবহাওয়া রয়েছে। কিছু দেশ গরম আবার কিছু দেশ আরও বেশি গরম। ফাওজান জানান, প্রথমে তিনি মোটরসাইকেলে করে এই যাত্রা শুরুর কথা ভেবেছিলেন।
উল্লেখ্য, এর আগেও একবার ইন্দোনেশিয়ার ৫ সদস্যের একটি পরিবার সাইকেলে করে হজে গিয়েছিলেন। ইন্দোনেশিয়ার জাভার শহর যুগজাকার্তা থেকে ১৩ হাজার কিলোমিটার দূরের সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা।
নয়া শতাব্দী/এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ