ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

১ ডলার এখন ৯২ টাকা

প্রকাশনার সময়: ০৮ জুন ২০২২, ০৫:০৩

ডলারের বিপরীতে আবারো কমানো হলো টাকাম মান। বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার মান ৫ পয়সা কমিয়ে ৯২ টাকা নির্ধারণ করেছে। যা আগে ৯১ টাকা ৯৫ পয়সা ছিল। কেন্দ্রীয় ব্যাংক এ দরকে ‘আন্তব্যাংক দর’ বলছে।

মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এর আগের দুই দিনে টাকার মান ২ টাকা ৫ পয়সা কমে সোমবার (৬ জুন) আন্তব্যাংক প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৯১ টাকা ৯৫ পয়সা।

আমদানিকারকদের কাছ থেকে ব্যাংকগুলো প্রতি ডলারের জন্য ৯৫ টাকার বেশি দাম নিচ্ছে। এ ছাড়া ৯৩ থেকে ৯৪ টাকায় রেমিট্যান্স আনছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না। ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দরকে বিবেচনায় নেয় কেন্দ্রীয় ব্যাংক। আজ ৯২ টাকা বিবেচনায় নিয়েছে। এই দামেই ডলার বিক্রি করেছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ