ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে করোনা টিকা নিলেই মিলবে ১০০ ডলার 

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২১, ১৫:২৬

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসের টিকা নিলেই মিলবে ১০০ ডলার। করোনা ভাইরাসের টিকা গ্রহণের হার বাড়ানোর লক্ষে জনপ্রতি ১০০ ডলার (প্রায় সাড়ে আট হাজার টাকা) করে দেওয়ার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।

এ লক্ষে দেশটির সকল অঙ্গরাজ্য, আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলো যেন টিকাগ্রহীতাদের হাতে এই অর্থ তুলে দেয়, সেই আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ।

মার্কিন রাজস্ব দফতর জানায়, যুক্তরাষ্ট্রে টিকাদানের হার বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে রাজস্ব দফতর বলেন, আমেরিকান উদ্ধার পরিকল্পনা আইনের আওতায় দেশটির অঙ্গরাজ্য, স্থানীয়, আঞ্চলিক ও উপজাতীয় সরকারগুলোর জন্য বরাদ্দ ৩৫ হাজার কোটি ডলার তহবিল থেকে এই প্রণোদনা দেওয়া যেতে পারে। রাজস্ব দফতর এ বিষয়ে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

বিবৃতিতে রাজস্ব দফতর বলেন, প্রত্যেক নতুন টিকাগ্রহীতা মার্কিনির জন্য সকল অঙ্গরাজ্য, আঞ্চলিক ও স্থানীয় সরকারকে ১০০ ডলার করে পরিশোধ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এই বাড়তি প্রণোদনায় টিকাদানের হার বাড়বে, আর তাতে সম্প্রদায়গুলোর সুরক্ষা এবং জীবন বাঁচানো সম্ভব হবে বলেও উল্লেখ করা হয়েছে।

অবশ্য এর আগেই নিউইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও শহরটিতে প্রত্যেক নতুন টিকাগ্রহীতাকে ১০০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: রয়টার্স

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ