যুক্তরাজ্যে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বলেছেন, তিনি বিশ্বাস করেন, তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, রাশিয়ার সামরিক বিধি অনুযায়ী, ইউক্রেনের মতো সংঘাতের ক্ষেত্রে এসব অস্ত্র ব্যবহার করা হয় না। রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল তা ব্যবহার করা হয়।
কৌশলগত পারমাণবিক অস্ত্রের তুলনায় সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্র স্বল্প দূরত্বে ব্যবহার করা হয়। স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় অপেক্ষাকৃত দীর্ঘ দূরত্বে। সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্র মূলত সর্বাত্মক পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি করে। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, ছোট বোমাসহ বিভিন্ন অস্ত্র সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধরনের মধ্যে পড়ে। রাশিয়ার কাছে প্রায় ২০০ সুনির্দিষ্ট কৌশলগত পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হয়ে থাকে।
ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে অভিযান শুরুর পরপরই পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। একে তখন হুমকি হিসেবে দেখা হচ্ছিল। এর জন্য পশ্চিমা বিশ্ব ও ন্যাটোকে দায়ী করেছিলেন পুতিন। তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছিলেন, ‘ইউক্রেনে খারাপ যা কিছু ঘটছে’ তা থেকে মানুষের নজর সরানোর প্রচেষ্টা এটি।তিনি আরো বলেন, নিজেদের কাছে যে এ ধরনের প্রতিরোধ ব্যবস্থা আছে, তা বিশ্বকে মনে করিয়ে দিতে চেয়েছে রাশিয়া। এর মধ্যেই যুক্তরাজ্যে নিয়োজিত রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির ক্লাইভ মাইরি।
নয়া শতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ