ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

নেপালের নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত, মিললো ধ্বংসাবশেষ

প্রকাশনার সময়: ৩০ মে ২০২২, ০১:২৩

নেপালের ২২ আরোহী নিয়ে সকালে নিখোঁজ হওয়া উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। তবে ২২ আরোহীর ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যাত্রীদের মধ্যে ৩ ক্রু ছাড়াও ৪ ভারতীয়, ২ জার্মান ও ১৩ নেপালি ছিলেন।

রোববার (২৯ মে) সকালে পর্যটন নগরী পোখারা থেকে জমসমের উদ্দেশ্যে উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বেসরকারি বিমান পরিবহন সংস্থা তারা এয়ারের যাত্রীবাহী বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতের সংবাদমাধ্যম এএনএ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। নেপালের মুস্তাং জেলার কোয়াং গ্রামে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার শব্দও শুনেছেন স্থানীয় বাসিন্দারা।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়ালের বরাত দিয়ে এএনআই জানায়, উড়োজাহাজটি মুস্তাং জেলার কোয়াং গ্রামের কাছে লামছে নদীর মোহনায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী সেনাবাহিনী স্থল ও আকাশপথ দিয়ে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে।

ওই এলাকার জেলা কর্মকর্তা জানান, খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তারা স্থানীয় জনগণকে নিয়ে বিমান দুর্ঘটনার স্থান শনাক্তের চেষ্টা করছেন। আবহাওয়ার উন্নতি হলে সেখানে হেলিকপ্টারের টহল দেওয়া হবে। যে এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে কোনো মনুষ্যবসতি নেই।

প্রসঙ্গত, প্রতি বছর নেপালে বহু বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে বিশ্বের সর্ববৃহৎ পর্বত এভারেস্ট অবস্থিত। ফলে দ্রুত আবহাওয়ার পরিবর্তন এবং বিভিন্ন পর্বতের কারণে নিয়মিত বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ