ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গিনেস রেকর্ড গড়ল বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর

প্রকাশনার সময়: ২৮ মে ২০২২, ১৯:৩০

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পেবলস নামে একটি টয় ফক্স টেরিয়ার প্রজাতির কুকুর।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০০০ সালের ২৮ মার্চ এ জন্মগ্রহণ করা পেবলস এ মাসে গিনেজ রেকর্ডসে নাম লিখিয়েছে।

২২ বছর বয়সী পেবলস ফ্লোরিডার ২১ বছর বয়সী চিহুয়াহুয়া টোবিকিথকে হারিয়ে এই রেকর্ড অর্জন করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ববি এবং জুলি গ্রেগরি যখন এক সংবাদে টবিকিথের ছবি দেখেন তখন বুঝতে পারেন তাদের কুকুরটির বয়স আরও বেশি।

জুলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, যখন আমি টোবিকিথের গল্প খবরে দেখি তখনই আমি পেবলসের জন্য আবেদন করি।

এই দম্পতি ২০০০ সালে যখন একটি বড় জাতের কুকুর খুঁজছিলেন তখন বড় কুকুরের পরিবর্তে পেবলস জুড়ে এসেছিল তাদের কাছে।

জানা গেছে, পেবলস শান্ত-শিষ্ট হলেও ঘুম থেকে কেউ তাকে জাগিয়ে দিলে বিরক্ত হয়ে যায়। দেশীয় সঙ্গীত শুনতে কিংবা আলিঙ্গন করা এবং ঘুমাতে পছন্দ করে পেবলস।

জুলি জানান, পেবলসের দুই প্রিয় কান্ট্রি গায়ক হলেন কনওয়ে টুইটি এবং ডোয়াইট ইয়োকাম।

সদ্য ২২তম জন্মদিন পালন করা পেবলসের বয়স এখন ২২ বছর দুই মাস। ২২তম জন্মদিন পেবলস “বাবল বাথ” এবং মাংসের তৈরি খাবার খেয়ে কাটিয়েছে বলে জুলি জানান।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ