ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে পেঁয়াজের কেজি ৩ রুপি!

প্রকাশনার সময়: ২৮ মে ২০২২, ১১:০২

ভারতের মহারাষ্ট্রের নাশিক, ধুলেসহ বিভিন্ন এলাকায় পেঁয়াজের কেজি (কিলোগ্রাম) মাত্র তিন রুপিতে নেমেছে। দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা পেঁয়াজ চাষিদের।

শুক্রবার (২৭ মে) ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মহারাষ্ট্রের বুলধানা, অমরাবতী, আকোলার মতো জেলায় ক্ষেত থেকে প্রতি কেজি পেঁয়াজ তিন থেকে পাঁচ রুপিতে বিক্রি হচ্ছে। তবে মান একটু খারাপ হলে দাম মিলছে কেজিপ্রতি ৫০ পয়সা থেকে দুই রুপি।

ভারতে বর্তমানে পেঁয়াজ রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে তাদের অন্যতম প্রধান ক্রেতা বাংলাদেশ পেঁয়াজ আমদানি আপাতত বন্ধ রেখেছে। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির সুযোগ পেলে ভারতের বাজারে পেঁয়াজের দাম আবারো বাড়তে পারে।

দাম কমে যাওয়ায় হতাশ ভারতীয় কৃষকরা পেঁয়াজ মজুত করে রাখছেন। দাম বাড়লে পেঁয়াজ বিক্রি করার আশা করছেন তারা। তবে এজন্য বাড়তি খরচ করতে হচ্ছে কৃষকদের।

নয়া শতাব্দী/এমআরএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ