ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

২ মিলিয়ন ইয়েন ব্যয় করে কুকুর হলো যুবক!

প্রকাশনার সময়: ২৬ মে ২০২২, ২১:৫৯

শখ পূরণ করতে ২ মিলিয়ন জাপানিজ ইয়েন (বাংলাদেশ মুদ্রায় ১৩ লাখ ৮২ হাজার ৭০৫ টাকা) ব্যয় করে নিজেকে কুকুরের রূপ দিয়েছেন জাপানের এক যুবক। খবর জিও টিভির।

খবরে জানানো হয়েছে, ওই জাপানি যুবকের নাম টাকো। ছোটবেলা থেকেই কুকুর ভালোবাসেন তিনি। অবস্থা এমন হয়েছে যে, তার আর মানবজীবন ভাল লাগে না। তিনি এখন কুকুরের মতো জীবনযাপন করতে চান। আর সেই শখপূরণের পিছনে ছুটতে ছুটতে অবশেষে দারুণ সমাধানও পেলেন তিনি।

নিজের রূপ বদলে মানুষ থেকে উঠলেন ‘কুকুর’। তবে এ জন্য কোনো অস্ত্রোপচার করতে হয়নি তাকে। সেটি বর্তমান মেডিকেল বিজ্ঞানে সম্ভবও নয়। তাই টাকো একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। তাদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান। যার দাম ১৩ লাখ ৮২ হাজার ৭০৫ টাকা।

着ぐるみをオーダーしてました! おかげさまで動物になってみたいという夢を叶えることができました! https://t.co/jUFxSWW6cl pic.twitter.com/zJIX8VcWfm

— トコ (@toco_eevee) April 11, 2022

কস্টিউমটি এতটাই নিখুঁত যে কাউকে না বলে দিলে বুঝার উপায় নেই এর ভেতরে মানুষ আছে। আর এভাবেই শখ পূরণ হল টাকোর। এখন তিনি কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করেন। সাথে কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন। এরইমধ্যে বিষয়টি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আলোচনা সমালোচনায় মেতে উঠেছে ফেসবুকবাসীরা।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ