ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইংল্যান্ডের বোল্টন শহরের প্রথম মুসলিম মেয়র আখতার জামান

প্রকাশনার সময়: ২৪ মে ২০২২, ০৯:১২

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের বৃহৎ শহর বোল্টনের বিদায়ী মেয়র, কাউন্সিলর লিন্ডা থমাসের কাছ থেকে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন কাউন্সিলর আখতার জামান। এর মধ্য দিয়ে বোল্টনের প্রথম মুসলিম এবং প্রথম এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

বোল্টন নিউজ এ খবর নিশ্চিত করে বলেছে, পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আখতার জামান। মাত্র ১৮ বছর বয়সে তিনি বোল্টনে এসেছিলেন। তার বাবা- চাচারা সবাই বৃটিশ ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেছিলেন।

বুধবার সকালে আবেগঘন এক অনুষ্ঠানে মেয়রের দায়িত্ব গ্রহণকালে আখতার জামান নিজ বক্তব্যে যুবক বয়সে তার বাবার পাঠানো একটি কবিতার লাইন উদ্ধৃত করেন, ‘এই অর্কিডের (ফুল) জন্য আমি নিজের রক্ত ​​দিয়েছি, বসন্ত এলে আমাকে মনে রেখো।’

বক্তব্য শেষ করার ঠিক আগে তিনি প্রয়াত পিতাকে ধন্যবাদ জানিয়ে বলেন ‘বসন্ত এসে গেছে।’

দীর্ঘ এই যাত্রাপথে সঙ্গ দেওয়ার জন্য আখতার জামান তার মাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি যেখানেই আছি, যা-ই হয়েছি সেটা তোমার জন্য।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ