ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

আহত যোদ্ধাদের ফিরে পাওয়ার আশা করছে ইউক্রেন

প্রকাশনার সময়: ১৮ মে ২০২২, ০৫:২০

মারিউপোলের আজভস্টাল থেকে যেসব যোদ্ধাদের রাশিয়া উদ্ধার করে তাদের জিম্মায় নিয়েছে তাদের বন্দি বিনিময়ের মাধ্যমে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছে ইউক্রেন।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরইয়ানা ভেরেসচুক বলেছেন, জীবন বাঁচানোর বিষয়টি মাথায় রেখে, গতকাল আমাদের গুরুতর আহত ৫২ জন সেনাকে উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল হওয়ার পর, আমরা তাদেরকে রাশিয়ার যুদ্ধ বন্দিদের সঙ্গে বিনিময় করব।

ডেপুটি প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, তারা আটকে থাকা যোদ্ধাদের উদ্ধারের পরবর্তী ধাপ শুরু করার জন্য কাজ করছেন।

এদিকে সোমবার রাতে আভস্টাল থেকে কয়েকশ সেনাকে বের করে নিয়ে আসা হয়।

যদিও রাশিয়া দাবি করেছে তাদের কাছে ২৬৫ জন সেনা আত্মসমর্পণ করেছে। এর মধ্যে গুরুতর আহত ৫২ জন আছেন।

রাশিয়া আহত সেনাদের নিয়ে গেছে তাদের নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতালে। অন্যদিকে আত্মসমর্পণকারী সেনাদের নিয়ে গেছে আরেকটি আলাদা স্থানে। সেটিও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে আজভস্টালের সেনাদের রাশিয়া যুদ্ধবন্দি হিসেবেই শুধু আটক করেছে নাকি তাদের যুদ্ধপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করবে সেটি এখনো নিশ্চিত নয়। সূত্র: সিএনএন

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ