ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীলঙ্কায় ৮০০ কোটি টাকা মূল্যের রত্মপাথরের সন্ধান

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২১, ০১:৪৫

কুয়া খননের সময় হঠাৎ করে বড় একটি রত্মপাথরের সন্ধান পাওয়া গেছে। শ্রীলঙ্কায় একটি বাড়িতে ওই নীলা পাথরটি পাওয়া গেছে। জানা গেছে, এই মূ্ল্যবান পাথরটির দাম ১০ কোটি ডলার বা ৮৪০ কোটি টাকা হতে পারে। খবর নিউইয়র্ক পোস্টের।

৫১০ কেজি বা আড়াই মিলিয়ন ক্যারেটের এই রত্নটি বিশ্বের সবচেয়ে বড় নীলা পাথর বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, রত্নপুরায় যে বাড়ি থেকে ওই মূল্যবান পাথরটি পাওয়া গেছে, তারা পেশাদার রত্ন ব্যবসায়ী।

গোমেজ নামে ওই বাড়ির মালিক বলেন, যিনি কুয়া খনন করছিলেন, তিনি আমাদের বিরল একটি পাথর পাওয়ার কথা জানান। পরে আমরা এই বড় পাথরটি পাই। গোমেজ জানান, আমি কর্তৃপক্ষকে এই পাথরের ব্যাপারে জানাই। তবে এটা পরিষ্কার করতে এক বছর লেগে যায়। তাই এটা কি পাথর তা জানতে এতটা সময় লেগেছে।

রত্মপুরায় বিশ্বের দামি দামি রত্ন পাওয়া যায়। রত্ন ব্যবসায়ীদের কাছে এটা খুবই সুপরিচিত জায়গা। তারপরও এত বড় একটি রত্ন পাওয়ায় বিশেষজ্ঞরাও অবাক হয়ে গেছেন। একজন শীর্ষ রত্ন বিশেষজ্ঞ ডা. যামিনী জোয়সা বলেছেন, আমি এর আগে কখনও এত বড় রত্ন দেখিনি। এটা হয়তো ৪০ কোটি বছর আগে গঠিত হয়ে থাকতে পারে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ