ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

সোমালিয়ায় ফের মার্কিন সৈন্য মোতায়েন

প্রকাশনার সময়: ১৭ মে ২০২২, ১১:১৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আল-শাবাব জঙ্গি গ্রুপকে মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে সোমালিয়ায় ফের মার্কিন সৈন্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৬ মে) আমেরিকার এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের এ কথা জানান।

এএফপির খবরে বলা হয়, এ পদক্ষেপ বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের একেবারে বিপরীত। তিনি ২০২০ সালের শেষের দিকে পূর্ব আফ্রিকার এ দেশ থেকে প্রায় সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেন।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন সোমালিয়ায় স্বল্প পরিসরে ফের মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ দেওয়ার ব্যাপারে পূর্ব আফ্রিকায় মার্কিন বাহিনীর পুনঃঅবস্থানের ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের আবেদনের অনুমোদন দিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, এক্ষেত্রে ৫শ’র কম সৈন্য মোতায়েন করা হবে। যত দ্রুত সম্ভব এ নির্দেশ কার্যকর করা হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ