ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ক্যালিফোর্নিয়ার গির্জায় গুলি, নিহত ১

প্রকাশনার সময়: ১৬ মে ২০২২, ০৯:২১

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি গির্জায় একাধিক গুলির ঘটনায় অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে একজন শ্বেতাঙ্গ বন্দুকধারী ১০ জনকে হত্যা করার ঠিক একদিন পর এমন খবর এল। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অরেঞ্জ কাউন্টি শেরিফ বিভাগ এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় রোববার (১৫ মে) দুপুর একটা ৩০ মিনিটের দিকে লেগুনা উডস শহরে অবস্থিত জেনেভা প্রেসবিটারিয়ান গির্জায় গুলির ঘটনা ঘটে। স্থানটি লস এঞ্জেলেস থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাছাড়া ঘটনাস্থল থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। তবে গির্জার কোন দিক থেকে গুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর ওই গুলির ঘটনায় অন্তত ১০ জন নিহত হন।

এ হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ