ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ইরানে মোসাদ এজেন্ট গ্রেফতার

প্রকাশনার সময়: ২৮ জুলাই ২০২১, ১৬:০২

ইসরাইলের কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতারের দাবি করেছেন ইরানের গোয়েন্দা সদস্যরা।

ইরানের গোয়েন্দা সংস্থা জানায়,‘ইসরাইলি এজেন্টদের আটকের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।’

জানা যায, মোসাদের এসব এজেন্টকে ইরানের পশ্চিম সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। ওই এলাকায় ইরানের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর নজরদারি ছিল।

তবে ঠিক কোথা থেকে এবং কতজনকে আটক করা হয়েছে তার সঠিক সংখ্যা জানায়নি ইরানের গোয়েন্দা সংস্থা।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, পিস্তল, গ্রেনেড, উইনচেস্টার শটগান, কালাশনিকভ রাইফেল এবং প্রচুর পরিমাণ গুলি।

গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান,‘মোসাদ এজেন্টরা এসব অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং গুপ্তহত্যা পরিচালনার পরিকল্পনা করেছিল।

তিনি আরও জানান, গত জুন মাসে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ইহুদিবাদী ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে অন্তর্ঘাতমূলক তৎপরতা পরিচালনার পরিকল্পনা নিয়েছিল; কিন্তু তাদের সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। সুত্র: হারেৎজের।

নয়া শতাব্দী/জেআই/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ