ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চলতি বছরে ভূমধ্যসাগরে ডুবলো ৯৭০ অভিবাসী

প্রকাশনার সময়: ২৮ জুলাই ২০২১, ১৩:০২ | আপডেট: ২৮ জুলাই ২০২১, ১৩:১৪

লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে সম্প্রতি নৌকাডুবিতে ৫৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৭০ জনে।

মঙ্গলবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অরগানিজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। খবর আনাদোলুর।

আইওএম জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে লিবিয়া উপকূলে ৫৭ জনের মৃত্যু সর্বশেষ মর্মান্তিক ঘটনা। এদের মধ্যে ২০ নারী ও দুই শিশু রয়েছে।

আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, স্থানীয় জেলে ও লিবিয়ার কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।

প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যক্তি আমাদের স্টাফকে বলেছে, এ নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিখোঁজ রয়েছে।

লিবিয়ায় থাকা আমাদের স্টাফরা উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি দিয়েছে। তারা নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক।

২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারালো।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ