ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

করোনায় বিশ্বজুড়ে আরো দেড় হাজার মানুষের মৃত্যু

প্রকাশনার সময়: ১৪ মে ২০২২, ০৯:০৮ | আপডেট: ১৭ মে ২০২২, ১৯:২৫
ফাইল ছবি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ লাখ ৪৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬৭৬ জন।

শনিবার (১৪ মে) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এই তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এদিন করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৯৫ জনের। এই সময়ে দেশটিতে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৭২ জনের।

এদিন জার্মানিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৬৭০ জনের শরীরে। আর এ সময়ে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

এদিকে, শনিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ২ লাখ ৮৯ হাজার ১০১ জনে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৫১৯ জনে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ