ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৩ মে ২০২২, ২৩:৫৬ | আপডেট: ১৪ মে ২০২২, ০০:২২

ভারতের রাজধানী দিল্লিতে একটি ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছে। এছাড়া ৪০ জনেরও বেশি মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার বিকেলে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ভবনটিতে আগুন লাগে। ওই ভবনটিতে বিভিন্ন অফিস রয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, প্রাণহানির এ ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ