ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রুশ উপ-প্রধানমন্ত্রীর মারিউপোল সফর

প্রকাশনার সময়: ০৯ মে ২০২২, ০৯:১৬

ইউক্রেনের মারিউপোল শহর পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। রোববার (৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, খুসনুলিন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে পা রাখা রাশিয়ার সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।

মারিউপোল পরিদর্শন শেষে টেলিগ্রাম চ্যানেলে খুসনুলিন বলেন, ওই এলাকায় শান্তিপূর্ণ জীবন ফিরে আসতে শুরু করেছে। অনেক কাজ করতে হবে। তবে অনেক কাজ বাকি আছে। আমরা সাহায্য করব। মানবিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে বিশাল আকারের কাজ করা জরুরি।

প্রায় দুই মাস ধরে লাগাতার বোমাবর্ষণের পর ২১ এপ্রিল বন্দর শহরটির দখলের দাবি করে রাশিয়া। তবে মারিউপোলে ইউক্রেনের সর্বশেষ ঘাঁটি হিসেবে এখনো আজভ রেজিমেন্টের কিছু যোদ্ধা আজভস্টাল স্টিল কারাখানার ভেতরে অবস্থান করছেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ