ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জার্মানির একটি রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণে একজন নিহত

প্রকাশনার সময়: ২৮ জুলাই ২০২১, ০১:৫২

জার্মানির একটি রাসায়নিক প্লান্টে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৬ জন। এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

মঙ্গলবার সকালে লেভারকুজেন শহরের রাসায়নিক শিল্প পার্কের প্লান্টটিতে বিস্ফোরণ হয়।কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তবে বিষাক্ত গ্যাস ছড়ানোর আশঙ্কায় আশপাশের এলাকার মানুষকে সতর্ক করে দেয় প্রশাসন। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের মানুষ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতর থাকতে বলা হয়।

তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। পার্কটিতে ৩০টির বেশি রাসায়নিক কোম্পানি রয়েছে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ