ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

কোভিড পুনরুদ্ধার সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

প্রকাশনার সময়: ০৬ মে ২০২২, ১৮:৩১

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। জাপানের নিক্কেই কোভিড পুনরুদ্ধার সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা মোকাবিলায় সবচেয়ে সফল বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশের চেয়ে সফল মাত্র ৪টি দেশ। অর্থাৎ, নিক্কেই সূচকে বাংলাদেশের অবস্থান ৫ নম্বরে।

বিশ্বের ১২১টি দেশ নিয়ে বৃহস্পতিবার (৫ মে) এ সূচক প্রকাশিত হয়। এতে দেখা যায় গত মার্চের পর সূচকে বড় উন্নতি ঘটেছে বাংলাদেশের। গত মার্চে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। সূচক অনুযায়ী ৮০ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থান বাংলাদেশের। ৭৯ স্কোর নিয়ে নিক্কেই সূচকে নেপালের অবস্থান ষষ্ঠ, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। এ সূচকে ৮৭ স্কোর নিয়ে এক নম্বর অবস্থান যৌথভাবে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের।

সূচকটিতে দেশের সংক্রমণ ব্যবস্থাপনা এবং ভ্যাকসিন প্রদানের হারসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা হয়। প্রতি মাসের শেষে সূচকটি হালনাগাদ করা হয়।

সর্বশেষ সূচক অনুযায়ী, করোনা মোকাবিলায় বাংলাদেশ, নেপালের পর দক্ষিণ এশিয়ায় তৃতীয় সফল দেশ পাকিস্তান। ৭০ স্কোর নিয়ে বৈশ্বিক র‍্যাংকিংয়ে দেশটির অবস্থান ২৩তম। অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা ৬৮ স্কোর নিয়ে বৈশ্বিক র‍্যাংকিংয়ে ৩১তম। সূচকে ভারতের অবস্থান ৬২.৫ স্কোর নিয়ে হাইতির সঙ্গে যৌথভাবে ৭০তম।

উল্লেখ্য যে, বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হ্রাস পায়। গত ১৬ দিন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাননি কেউ।

নয়া শতাব্দী/এস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ