ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনকে দূরপাল্লার হাউইটজার কামান দিচ্ছে জার্মানি

প্রকাশনার সময়: ০৬ মে ২০২২, ১৭:৩৬

জার্মানি ইউক্রেনকে সাতটি দূরপাল্লার স্বচালিত হাউইটজার কামান সরবরাহ করবে বলে জানিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখ্ট।

শুক্রবার (৬ মে) জার্মান প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই কামানের ওপর ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ আগামী সপ্তাহে জার্মানিতে শুরু হতে পারে।

ন্যাটো দেশগুলো এখন পর্যন্ত ইউক্রেনে যেসব ভারী অস্ত্র পাঠিয়েছে তার বেশিরভাগই সোভিয়েত-নির্মিত অস্ত্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্ররা কিয়েভকে পশ্চিমা হাউইটজার সরবরাহ করতে শুরু করেছে।

ইউক্রেনে পাঠানো ভারী আর্টিলারি সিস্টেমের নাম প্যানজারহাউবিটজ ২০০০ এবং একে জার্মান সামরিক বাহিনী তাদের বিশ্বের সবচেয়ে আধুনিক হিসেবে বর্ণনা করে। তাই ২০ ইউক্রেনীয় সৈন্যদের পাঠানোর আগে তাদের প্রশিক্ষণ নিতে হবে। সূত্র: বিবিসি।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ