ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেন সীমান্তবর্তী রুশ সামরিক স্থাপনায় আগুন

প্রকাশনার সময়: ০২ মে ২০২২, ০৬:৪৮

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণ বেলগোরোড অঞ্চলে একটি সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

রোববার (১ মে) ওই সামরিক স্থাপনায় আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

আগুন লাগার সত্যতা নিশ্চিত করে বেলগোরোডের গভর্নর ভিয়েচেস্লাভ গ্লাদকভ বলেছেন, রোববার ভোর ৩টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙ্গে আমার। এরপর আগুন দেখতে পাই। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে ৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন স্থানীয় আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

কীভাবে আগুন লাগলো তার কারণ ব্যাখ্যা করতে পারেননি গভর্নর ভিয়েচেস্লাভ।

এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখনবধি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগার ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে - ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের ইউটিউব চ্যানেলে এই ঘটনার ভিডিও আপলোড করা হয়েছে।

এদিকে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল কুরস্কে একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে কথা বলার সময় কুরস্কের গভর্নর রোমান স্টারভয়েট ঘটনাটিকে নাশকতার একটি কাজ বলে অভিহিত করেছেন।

এর আগে গত বুধবারও শহরটিতে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি গোলাবারুদের গুদামে আগুন ধরে যায়।

রাশিয়া গত মাসে বেলগোরোডে একটি জ্বালানী ডিপোতে হেলিকপ্টার হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছিল। কিয়েভ এ দায় অস্বীকার করে। সূত্র: রয়টার্স।

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ